(সুজন মজুমদার, বরুড়া)
কালবৈশাখী ঝড়ে প্রায় ২৪ ঘণ্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন বরুড়ার প্রায় দুই হাজার গাহক। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা আকস্মিক কালবৈশাখী ঝড়ে বরুড়া উপজেলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা। চরম দুর্ভোগের শিকার হয় বরুড়ার বিভিন্ন অঞ্চলের গ্রাহক। বিশেষ করে আগানগর ইউনিয়নের বাসিন্দারা। কারণ, এক লাইনে আটটি খুটি ভেঙ্গে যায়।
এ ছাড়া বিভিন্ন স্থানে মোট দশটি খুটি ভেঙে যায়, শতাধিক স্থানে গাছ উপড়ে পড়ে এবং কয়েকটি জায়গায় তাঁর ছিঁড়ে যায়।
বিভিন্ন স্থানে গাছ উপড়ে বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে কুমিল্লা পল্লীবিদ্যুৎ সমিতি-১ (বরুড়া) কর্মকর্তারা কাজ করে যাচ্ছে গ্রাহকগণকে বিদ্যুৎ দেওয়ার জন্য।
এই বিষয়ে কথা হয় কুমিল্লা পল্লীবিদ্যুৎ সমিতি- ১ বরুড়ার ডিজিএম শাহজালাল মজুমদারের সাথে। তিনি জানান, হঠাৎ প্রবল কালবৈশাখী ঝড়ে বরুড়ার বিভিন্ন জায়গায় খুঁটি ভেঙেছে, গাছ উপড়ে তাঁর ছিঁড়ে যায়। আমাদের লোক সংকটের কারণে তাৎক্ষণিক চান্দিনা থেকে লোক এনে কাজ শুরু করে দিয়েছি। কিছু জায়গায় বিদ্যুৎ সরবরাহ চলছে, কিছু জায়গায় রাতে সংযোগ দেওয়া হবে আর কিছু জায়গায় আগামিকাল লেগে যাবে। সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করছি।
Leave a Reply