(মোঃ শরীফ উদ্দীন, বরুড়া)
গত ৯ জুন বরুড়া উপজেলায় একদিনে সর্বোচ্চ করোনা পজেটিভ রোগী শনাক্ত। এ দিন ১৫ টি রিপোর্টের মধ্যে ৯ টি পজেটিভ। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ নিশাত সুলতানা।
আক্রান্তরা হলেন–
১। অাগানগর ইউনিয়নের – জুনাব আলী
২। শিলমুড়ী দঃ ইউনিয়নের লগ্নসার গ্রামের মেহেরুন্নেছা বেগম,
৩। পৌরসভার দেওড়া গ্রামের –
মোকলেছুর রহমান ও
৪। রাবেয়া খন্দকার,
৫। দিলিপ কুমার বনিক- গহিনখালি
৬। হারুন অর রশিদ- বরুড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সি এ।
৭। সৈয়দ রেজাউল হক- ইউপি চেয়ারম্যান ভবানীপুর ইউনিয়ন পরিষদ।
৮। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের
ডাঃ ফয়সাল মাহমুদ- ও
৯। হেডক্লার্ক আ ন ম জাকারিয়া।
এ পর্যন্ত বরুড়া উপজেলা থেকে প্রায় ৪১৬ টি নমুনা সংগ্রহ করা হয়েছে এতে প্রায় ৩৯ জনের করোনা পজিটিভ এসেছে, সুস্থ হয়েছেন ১০ জন এ পর্যন্ত বরুড়া সরকারি হসপিটালে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ৭ জন সনাক্ত হয়েছে।
এদিকে বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ডিমডুল গ্রামের মোঃ জাহিদুল ইসলাম ঈমন মর্মান্তিক এক দুর্ঘটনায় আজ সকাল বেলায় মারা যায়।( আম গাছ থেকে পড়ে) ইন্না-লিল্লাহী অইন্না ইলাহি রাজেউন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
Leave a Reply