মোঃ শরীফ উদ্দিনঃ
কুমিল্লার বরুড়ায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে অালোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২০ অনুষ্ঠিত হয়েছে।
অামরা সবাই সোচ্চার বিশ্ব হবে সমতার এ প্রতিপাদ্যের অালোকে – গত ৩০ সেপ্টেম্বর বিকাল ৪টায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে বরুড়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ অায়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অালোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২০ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অাফরোজা বেগম, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ অানিসুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা লেডিস ক্লাবের সভানেত্রী ও উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিনী ডাঃ তাসফিয়া তাবাসসুম মৌ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাহিদা সুলতানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার শিখা,
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা লেডিস ক্লাবের সদস্য ও বরুড়া থানা অফিসার ইনচার্জের সহধর্মিনী মৌসুমী বড়ুয়া, কুমিল্লা দঃ জেলা অাওয়ামীলীগের সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান ভুঁইয়া প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন অাইয়্যামে জাহিলিয়াতের যুগে কোন মায়ের গর্ভে কন্যা শিশু জন্ম গ্রহণ করলে তৎকালীন সময়ে তাদেরকে জীবিত কবর দেওয়া হতো, যুগের পরিবর্তন হওয়ায় বর্তমান সমাজে নারীরা অতীতের চেয়ে অনেক ভালো অাছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টার ফলে নারীরা পিছিয়ে নেই। বিমানের পাইলট থেকে শুরু করে সরকারের উচ্চ পদে নারীরা দেশের জন্য কাজ করে যাচ্ছে। এ সফলতা বুকে নিয়ে চুপ থাকলে হবেনা মাঝে মাঝে পত্রিকা পাতা খুললে দেখা যায় নারী নির্যাতনের কথা, অামাদের সকলের উচিত অামার নিজের কন্যা সন্তানটির নিরাপত্তা নিশ্চিত করনে বিশেষ ভুমিকা রাখা, নারীরা যেন কোন পুরুষের দ্বারা প্রভাবিত হয়ে নির্যাতনের শিকার না হয়। পরিবার, সমাজ, রাষ্ট্রের পরিবেশ ভারসাম্য বজায় রেখে নারীদেরকে বিশেষ সুযোগ দেওয়া গেলে বাংলাদেশ এগিয়ে যাবে। অতিথিরা বলেন কখন কন্যা শিশুদের অভিশাপ হিসেবে নয় তাদেরকে অাশির্বাদ হিসেবে দেখতে হবে। শুধু তাই নয় একটি কন্যা শিশুর বেড়ে উঠা তাদের পড়াশোনা বরন পোষন সহ সকল কিছুরই দায়িত্ব নিতে হবে পরিবার, সমাজ, ও রাষ্ট্রের। জাতীয় কন্যা শিশু দিবস উদযাপনের মুল লক্ষ্য হচ্ছে কন্যা শিশুর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সকল নাগরিকদের সচেতনতা সৃষ্টি করা। এসময় উপস্থিত অারও উপস্থিত ছিলেন লেডিস ক্লাবের সদস্যরা সহ। উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
Leave a Reply