মোঃ শরীফ উদ্দিনঃ
সারা দেশের ন্যায় বরুড়া উপজেলায় গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস- ২০২০ পালিত হয়েছে।
গতকাল ১৫ ই আগস্ট কুমিল্লার বরুড়া উপজেলায় প্রতি বছরের ন্যায় সুর্যোদয়ের সাথে সাথেই জাতীয় পতাকা অর্ধনমিত করন এবং কালো ব্যাজ ধারণ করা হয়েছে। ধারাবাহিক ভাবে সকাল নয়টা উপজেলা প্রশাসন কর্তৃক নব নির্মিত বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ অানিসুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, বরুড়া থানা অফিসার ইনচার্জ সত্যজিৎ বড়ুয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ নিশাত সুলতানা, উপজেলা কৃষি অফিসার মোঃ নজরুল ইসলাম, উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ জালাল উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন ভুইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম প্রমুখ। প্রশাসনের পর পর বরুড়া উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি অঙ্গ সংগঠনের পক্ষ হতে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিংকনের নেতৃত্বে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়। এছাড়াও অাওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলাম এর নেতৃত্বেও দলীয় নেতা কর্মীদের নিয়ে উপজেলা পরিষদের বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।
তাছাড়াও বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বরুড়া উপজেলার প্রেসক্লাবের সভাপতি সলিল বিশ্বাস ও সাধারণ সম্পাদক সাংবাদিক ইকরামুল হকের নেতৃত্বে সাংবাদিকরা পুষ্পস্তবক অর্পণ করে। বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন সামাজিক সংগঠন ও শ্রেণিপেশার মানুষ শ্রদ্ধা নিবেদনের জন্য পুষ্পস্তবক অর্পণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০ টায় আলোচনা সভা, যুব ঋণ, ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং অনুষ্টানে ২২ জন যুবকের মাঝে বিভিন্ন অংকে ১০ লক্ষ টাকা ঋন বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা সাংবাদিক, সুশিল সমাজের নেতৃবৃন্দ সহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।
Leave a Reply