অনলাইন ডেস্ক:
রবিবার (১৯শে এপ্রিল) সকাল সাড়ে ৯টা ভাউকসার মজুমদার বাড়িতে সামাজিক দুরত্ব বজায় রেখে করোনাভাইরাস সংকটকালে মধ্যবিত্ত ও অসহায় ভাউকসার গ্রামের ৩শ পরিবারকে ১৫ কেজি করে খাদ্যসামগ্রী বিতরণ করে “Bhaukshar Forum USA এবং মজুমদার শিক্ষা ও সমাজকল্যাণ ফাউন্ডেশন”।
উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক তাহের মজুমদার ও ভাউকসার মজুমদার পরিবারবর্গের উদ্যোগে এই খাদ্যদ্রব্য বিতরণ করা হয়।
৩শ পরিবারকে ১৫কেজি করে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়। ১৫কেজি দ্রব্যসামগ্রী মধ্যে রয়েছে ৮কেজি চাল, ২কেজি আলু, ১কেজি ডাল, ১কেজি পেয়াজ, ১কেজি বুট, ১কেজি মুড়ি ও ১লিটার তৈল।
পাশাপাশি করোনাভাইরাস থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে সেই বিষয় টিপস্ প্রদান করা হয়।
যেমনঃ সাবান দিয়ে হাত ধৌত করুন, প্রয়োজন ব্যাতিত ঘর থেকে বের না হওয়া, হ্যান্ড গ্লাভস্ ও মাস্ক ব্যবহার করুন ও সামাজিক দুরত্ব বজায় রাখুন।
খাদ্যদ্রব্য বিতারণ সময় উপস্থিত ছিলেন মাওলানা আইয়ুব আলী সহ আরোও অনেকে। খাদ্যদ্রব্য বিতরণকার্য সঞ্চালনা করেন উক্ত ফাউন্ডেশনের পরিচালক ইন্জিনিয়ার আমির মজুমদার(ভাইস প্রিন্সিপাল, লুৎফুননেছা পলিটেকনিক ইনস্টিটিউট)।
Leave a Reply