মোঃ শরীফ উদ্দীনঃ
কুমিল্লা জেলার বরুড়া উপজেলার পৌরসভা ও ইউনিয়নের সকল দোকানপাট ও বাজারের ব্যবসায় প্রতিষ্ঠান স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিদিন সকাল ৮ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। গত ৫ জুলাই বরুড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ অানিসুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ অালোচনা সভায় সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনাক্রমে বরুড়া পৌরসভা বাজার এবং ইউনিয়ন পর্যায়ের বাজারগুলোর ব্যবসা-প্রতিষ্ঠান, দোকানপাট প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখিত সময়ে বরুড়াবাসীকে স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশিত স্বাস্থ্যবিধি অর্থাৎ মাস্ক ব্যবহারসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করার অনুরোধ করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, পৌরসভা মেয়র মোঃ জসিম উদ্দিন পাটোয়ারী, বরুড়া উপজেলা যুবলীগের যুগ্ম অাহবায়ক মোঃ বকতার হোসেন, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ইলিয়াস অাহমেদ, দৈনিক ভোরের ডাক পত্রিকার বরুড়া প্রতিনিধি সাংবাদিক রোটাঃ ওমর ফারুক, দৈনিক বরুড়া কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ শরীফ উদ্দীন সহ অন্যান্যরা। ইতি পুর্বে গত ২২ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত জাতীয় সংসদ সদস্য নাছিমুল অালম চৌধুরী নজরুল, ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলাম সহ সংশ্লিষ্ট সকলের সাথে অালোচনাক্রমে বরুড়াবাসীকে করোনা ঝুঁকি মুক্ত রাখতে সার কীটনাশক ও ঔষধ দোকান ব্যাতীয় সকল দোকানপাট ও বাজার গুলো কে বন্ধ ঘোষণা করা হয়েছিল। এর ফলে সকল ব্যবসায়ী নাগরিক সমাজ সহ সর্বস্তরের জনসাধারণের প্রায় ৮০ ভাগ মানুষ সরকারি নির্দেশনা মেনে চলায় জনমনে স্বস্থি ফিরে অাসে
Leave a Reply