মোঃ শরীফ উদ্দিনঃ
কুমিল্লার বরুড়ায় শারদীয় দূর্গা পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে সরকারি অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে। গত ২২ অক্টোবর বিকাল ৪টায় বরুড়া নৃ-সিংহদেব মন্দির প্রাঙ্গণে উপজেলা পূজা উদযাপন পরিষদের অায়োজনে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে উপজেলার সকল পূজা মন্ডপের সরকারি অনুদানের অর্থ বিতরণ অনুষ্ঠান ২০২০ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ডাঃ তপন ভৌমিকের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য, বরুড়া উপজেলা অাওয়ামীলীগের সভাপতি নাছিমুল অালম চৌধুরী নজরুল, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ অানিসুল ইসলাম, উপজেলা অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন লিংকন, উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা বাবু দীপক ভৌমিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, বরুড়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ জালাল উদ্দিন, বরুড়া জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির সভাপতি গোপাল চন্দ্র সাহা, সাধারন সম্পাদক সুদর্শন ভদ্র, সংগঠনের সাংগঠনিক সম্পাদক তপন দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মাষ্টার তপন কৃষ্ণ বনিক, এসময় উপস্থিত ছিলেন বরুড়া পৌরসভা অাওয়ামীলীগের যুগ্ম অাহবায়ক মোঃ অাকতার হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম অাহবায়ক বকতার হোসেন, পৌরসভা যুবলীগের অাহবায়ক শাহিনুর হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ শাহজাহান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম অাহবায়ক লিপন খন্দকার, সাদ্দাম হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে মাননীয় সাংসদ অতিথিদের নিয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে সরকারি অনুদানের অর্থ অনুষ্ঠানিকভাবে বিতরণ করেন। এবং তার বক্তব্যে বলেন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা এবছর করোনা পরিস্থিতির কারনে স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারি নির্দেশনা অনুযায়ী পূজা উদযাপনের নির্দেশনা প্রদান করেন।
Leave a Reply