বুড়িচং প্রতিনিধি:
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান বলেছেন যে,আজকের শিশুরা বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করতে হবে এবং সঠিক ইতিহাস জেনে জীবন উন্নয়নের পথে এগোতে হবে। তিনি আরো বলেন ১৯৫২সন থেকে মহান স্বাধীনতার ১৯৭১ এর যুদ্ধে বঙ্গবন্ধু সম্পৃক্ত রয়েছে । বঙ্গবন্ধু জন্ম না হলে বাংলাদেশ হয়তো আজ স্বাধীন হত না ।মহান এই ব্যক্তির ডাকে বাঙ্গালী জাতি মুক্তিযোদ্ধ করে দেশ স্বাধীন করেছে এবং আজ আমরা একটি স্বাধীন রাষ্ট্র ফিরে পেয়েছি । এছাড়া আরো বলেন বঙ্গবন্ধু শিশুদেরকে ভালবাসতেন, তাঁর চিন্তা চেতনা ছিল শিশুদের জন্য উন্নত ভবিষ্যৎ গড়া । আমাদেরকে দেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে হলে আজকে প্রজন্মদকে শিশুদেরকে মুক্তিযোদ্ধ এবং বঙ্গবন্ধু সর্ম্পকে সঠিক ইতিহাস জেনে আগামীর পথে এগিয়ে যেতে হবে।
রোববার কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বণার্ঢ্য র্যালি বের হয় এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
র্যালিতে অংশ গ্রহন করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্মা দাশ,বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল চন্দ্র বিশ^াস,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল করিম,সমাজ সেবা কর্মকর্তা মো: শহীদুর রহমান খাঁন, মৎস্য কর্মকর্তা সফিকুল ইসলাম,পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা খানম মুন্নী, উপজেলা শিক্ষা অফিসার রওশনারা বেগম,সহকারী শিক্ষা অফিসার যথাক্রমে মো: জহিরুল ইসলাম,মোহাম্মদ কামাল উদ্দিন,নুরজাহান বেগম,ফাতেহা বিনতে বশির প্রমুখ।এসময় উপজেলার বিভাগীয় বিভিন্ন কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
Leave a Reply