অনলাইন ডেস্ক:
কুমিল্লার জেলা প্রশাসক আবুল ফজল মীর প্রচেষ্টায় ২য় দফায় টিসিবির ন্যায্যমূল্যের পণ্য বিক্রি অব্যাহত রয়েছে। আজ শনিবার (৭ ডিসেম্বর) নগরীর বিভিন্ন এলাকায় এ বেঁচা-বিক্রি চলছে।
রাজগঞ্জের দুধবাজার, সাত্তারখান কমপ্লেক্সের পাশে ফাইন্ড টাওয়ারের নীচে, ইয়াসিন মার্কেটে, রয়েল কাউন্টারের পাশে এ কার্যক্রম চলছে। যেখানে ১ কেজি পেঁয়াজ ৪৫ টাকা, সেনা ব্যান্ডের সয়াবিন তেল ৮০ টাকা, চিনি ৫০ টাকা এবং মুশুরীর ডাল ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
আগামীকাল ফৌজদারি মোড়, রানীর বাজার, রাজগঞ্জ বাজার, দৌলতপুর এলাকায় এ কার্যক্রম চলবে।
(অমিত মজুমদার,কুমিল্লা)
কুমিল্লায় জিলা, ফয়জুন্নেছাসহ বিভিন্ন স্কুলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসরোধে কোচিং সেন্টার একমাস বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে কুমিল্লা জেলা প্রশাসন।
তবে তা অমান্য করে চালু রাখায় জেলা প্রশাসক মোঃ আবুল ফজর মীরের নির্দেশে কুমিল্লায় বিভিন্ন কোচিং সেন্টারে অভিযান চালিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজাহারুল ইসলাম।
শনিবার সকাল থেকে কয়েক ঘন্টা অভিযান পরিচালনা করা হয়। এ সময় কুমিল্লার নগরীর বিভিন্নস্থানে গড়ে ওঠা কয়েকটি কোচিং সেন্টারে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজাহারুল ইসলাম বলেন জানান, ভর্তি পরীক্ষা সামনে রেখে আগামী ৩০ শে ডিসেম্বর পর্যন্ত ভর্তি কোচিং বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে কুমিল্লা জেলা প্রশাসন । তবে নির্দেশনা অমান্য করে কোচিং অব্যাহত রাখায় রাণীর বাজারের গঙ্গা কোচিং, বিগ ভ্যান, তালপুকুর পাড়ের জিনিয়াস টিউটোরিয়ালস, ঝাউতলার আনন্দধারা কোচিং সেন্টারসহ কয়েকটি কোচিং সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের সতর্ক করে কোচিং সেন্টারে তালা ঝুলিয়ে দেয়া হয়। পরবর্তীতে আইন অমান্য করলে জেল জরিমানা করা হবে। জেলা প্রশাসনেন অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply