অমিত মজুমদার, কুমিল্লা
বিগত কয়েকদিন করোনা সংক্রমণের উচ্চ ঝুকিতে রযেছে কুমিল্লা । স্বাস্থ্যবিধি মানা নিয়ে আমরা আরও কঠোর হবো । আজও কয়েক দফায় মিটিং হয়েছে। লকডাউন জন্য কিছু প্রস্তুতি রয়েছে। আমরা শনিবার পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষন করবো । পরিস্থিতি ভাল না হলে আগামী সপ্তাহের সোমবার থেকে কুমিল্লাকে লকডাউন সিদ্ধান্ত আসতে পারে।
বৃহস্পতিবার বিকাল ৬ টায় কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এসব কথা বলেন ।
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও ১০৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) বিকেলে কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন ঢাকা পোস্টকে এ তথ্য জানান। গত ২৪ ঘন্টায় ৪৭৭ জনের নমুনা থেকে ১০৫ জনের দেহে করোনা ভাইরাস পাওয়া যায়।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ১০৫ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ৬২ জন, আদর্শ সদরে ৫জন, সদর দক্ষিণে ২ জন, বুড়িচংয় ৯ জন, চান্দিনা ৪জন, চৌদ্দগ্রামে ১, দেবিদ্বারে ৮ জন, লালমাই ৩জন , বরুড়া ৪, মনোহরগঞ্জে ১ জন. মুরাদনগর ১ জন, তিতাস ২ জন
গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় ৪জনের মৃত্যু হয়েছে। মৃতরা কুমিল্লা নগরীর ২ জন ও বুড়িচং উপজেলার বাসিন্দা ২ জুন । তাদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন।
কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন, বৃহস্পতিবার পর্যন্ত কুমিল্লায় ১৩ হাজার ৬২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৪৬৩ জন।
Leave a Reply