অনলাইন ডেস্ক:
প্রতিমন্ত্রী থেকে এবার পূর্ণ মন্ত্রী হচ্ছেন সুনামগঞ্জ-৩ (দক্ষিণ সুনামগঞ্জ-জগন্নাথপুর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এম এ মান্নান। পরিকল্পনামন্ত্রী হিসেবে সোমবার শপথ নেয়ার প্রস্তুতি নিতে তাকে মন্ত্রী পরিষদ সচিব ফোন দিয়েছেন বলে জানা গেছে।
জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা জানান, সাংসদ এম এ মান্নানের সাথে তার ফোনে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, পরিকল্পনামন্ত্রী হিসেবে শপথ নিতে তাকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
এম এ মান্নান গেলো সরকারে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সততা ও দক্ষতার মূল্যায়ন হিসেবে তাকে এবার পরিকল্পনা মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে বলে মনে করছেন সিলেটের মানুষ।
Leave a Reply