অনলাইন ডেস্ক:
ঈদের দিনেই স্বামীকে খুন করার অভিযোগ উঠেছে শামিমা নামের এক গৃহবধূর বিরুদ্ধে। জানা গেছে, পুরনো প্রেম জেনে যাওয়ায় পথের কাঁটা সরাতে ঈদের দিনটিই বেছে নিয়েছিলেন স্ত্রী। ডোমকলের আমিনাবাদে এ ঘটনা ঘটে।
আমিনাবাদের বাবু শেখের মেয়ে শামিমার সঙ্গে প্রেম করেই বিয়ে করেছিলেন মৃত নুরাবুল ইসলাম। শামিমার পুরনো সম্পর্ক জানা ছিল না নুরাবুলের।
স্থানীয় এলাকাবাসী জানান, শামিমার সম্পর্ক জানার পর প্রায়ই তাদের ঝগড়া হতো। নুরাবুলের পরিবারের অভিযোগ, ঈদের দিন নুরাবুলকে ডেকে নেন শামিমা। তারপর থেকেই আর কোনো খোঁজ পাওয়া যায়নি নুরাবুলের।
নুরাবুলের পরিবার জানান, ঝুলন্ত অবস্থায় তাঁকে পাওয়া যায়। এই খুনের পেছনে শামিমা জড়িত রয়েছে বলে দাবি তাঁদের। এ ঘটনার তদন্ত করছে ডোমকল থানার পুলিশ।
Leave a Reply