অনলাইন ডেস্ক:
পদ্মসেতুতে মাথা লাগবে’ ফেসবুকে গুজব প্রাচারকারী খোকন মিয়া(৩৫) আটক করে কুমিল্লা জেলা পুলিশের সাইবার ক্রাইমের একটি টিম।
সে তিতাস উপজেলার মাছিমপুর গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে। শনিবার রাত সাড়ে ১০ টায় তিতাস উপজেলার মাছিমপুর থেকে আটক করা হয়।
কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম সংবাদ সম্মেলনে জানান, ‘মাথা কাটা থেকে সামধান হুশিয়ার ও একটি বিশেষ সংবাদ , মাননীয় প্রধানমন্ত্রী অনুমতিতে পদ্মা সেতু নির্মানে লক্ষ মানুষের মাথা খুব প্রয়োজন এবং মানুষের মাথা কেটে নেওয়া হচ্ছে’ এমন শিরোনামে ফেসবুক পোস্ট করে।
যা দেশজুড়ে ভাইরাল হয়ে পড়ে। যা দেশের জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টিসহ জনমনে আতঙ্ক সৃষ্টি করে। তাই তাকে গ্রেফতার করা হয়েছে। তার কোন রাজনৈতিক পরিচয় আছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুইটি মিথ্যা তথ্য ফেসবুকে প্রচার কারার কথা স্বীকার করেছে। তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়। তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে !
এ বিষয়ে সংবাদ সম্মেলন আরও উপস্থিত ছিলেন পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার অাবদুল্লাহ অাল মামুন অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন,পিপিএম, ডিবির ওসি মাইন উদ্দিন সহ উধর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply