রবিউল হোসেন।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার চেয়ারম্যান এড.আমিনুল ইসলাম টুটুল বলেছেন, ‘ আমাদেরকে নিরাপদ খাদ্য উৎপাদনে স্বাবলম¦ী হতে হবে। সরকার কৃষি বান্ধব হওয়ায় বর্তমানে কৃষিতে বিপ্লব ঘটেছে। আমাদের সন্তানদের ২০৪১ সালের উন্নত দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে কৃষকদেরকে নিরাপদ খাদ্য উৎপাদনে গুরুত্ব দিতে হবে। দেশ আজ কৃষিতে স¦য়ংসম্পন্ন। সরকার কৃষির উন্নয়নের জন্য নতুন নতুন প্রযুক্তি কৃষিতে অন্তভুক্ত করেছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ৩নং দক্ষিণ দূর্গাপুর ইউনিয়নের কাশিনাথপুরে আমন ধান প্রদর্শনীর ‘মাঠ দিবস’ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখতেন কৃষকের ছেলে একদিন রাষ্ট্রের প্রথম শ্রেণির কর্মকর্তা হবে। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন আজ বাস্তবায়ন করেছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনা দেশকে আজ বিশ্বের দরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন। বঙ্গবন্ধু হত্যার মাধ্যমে দেশের অগ্রযাত্রাকে থমকে দেওয়া হয়েছিল। কিন্তু দমিয়ে রাখতে পারেনি। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে¡ দেশ আজ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। দেশের এ অগ্রগতি ধরে রাখতে পারলে ২০৩০ সালের পর দেশে দরিদ্র মানুষ খোঁজে বের করতে হবে’। ২০৪১ সালে বাংলাদেশ হবে একটি উন্নত দেশ ।
আদর্শ সদর উপজেলার নির্বাহী অফিসার জাকিয়া আফরিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আদর্শ সদর উপজেলার কৃষি অফিসার মো.মশিউল ইসলাম, সহকারি কৃষি অফিসার মো.আলমগীর হোসেন, কৃষি উপ-সহকারি কর্মকর্তা এটিএম কাইয়ুম, মামুনুর রশিদ, রওশন সুলতানা। অনুষ্ঠান পরিচালনা করেন কৃষি উপ-সহকারি কর্মকর্তা মো.আলাউদ্দিন।
Leave a Reply