মোঃ জুয়েল রানা, তিতাসঃ
বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক ও বর্তমানে তিতাস উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ আহমেদ ফকির এর নিজ আবেদনের প্রেক্ষিতে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক পদ থেকে অব্যহতি হলেন।
এবিষয়ে ফরহাদ আহমেদ ফকির জানান, আমি বিগত উপজেলা পরিষদ নির্বাচনে তিতাস উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হই। নির্বাচিত হওয়ার পর হতেই উপজেলা ব্যাপী মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কর্মকান্ডে জড়িত হইয়া পড়ায় জেলা ছাত্রলীগের রাজনৈতিক কর্মসূচিতে যথাসময়ে অংশগ্রহন করতে পারছি না। এমতাবস্থায় আমার অনুপস্থিতির কারনে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের কর্মসূচি বিঘ্ন ঘটায়। তাই সংগঠনের স্বার্থে বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র ৫ এর গ ধারা আলোকে আমাকে উক্ত কমিটির সাধারণ সম্পাদক হতে অব্যহতি দেয়ার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের বরার আবেদন জানাই।
আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক আমাকে উক্ত পদ হতে অব্যহতি প্রদান করেছে।
এছাড়াও তিনি আরো জানান, দোয়া করি ভালো থাকুক প্রানের প্রতিষ্ঠান বাংলাদেশ ছাত্রলীগ, ভালো থাকুক আমার আত্মার পরম আত্মীয়, বাংলাদেশ ছাত্রলীগের পরিবারের সকল সদস্য।
Leave a Reply