1. jagocomilla24@gmail.com : jago comilla :
  2. weekybibarton@gmail.com : Amit Mazumder : Amit Mazumder
  3. sufian3500@gmaill.com : sufian Rasel : sufian Rasel
  4. sujhon2011@gmail.com : sujhon :
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৭:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
২০০ পাউন্ডের কেক কেটে বেকিং টুলস কুমিল্লার ৫ বছর পূর্তি ও শেফ জেবুন্নেছার শততম ক্লাস উদযাপন! প্রতিদিন জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত :  কুমিল্লায় বিএনপি নেতা কামরুল হুদা মওদুদ শুভ্রকে  ছুরিকাঘাত করা  আসামিরা জনসম্মুখে  ঘুরে বেড়াচ্ছে! কুমিল্লায় গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্সের বর্ষ সমাপনী উন্নয়ন সভা কুমিল্লায় টমছমব্রীজে ফল্যান্সার শপের উদ্বোধন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন না ফেরার দেশে পূজা উদযাপন পরিষদ কুমিল্লার সভাপতি শিব প্রসাদ রায়! জাকের আলির দুর্দান্ত ব্যাটিং ; ১৯০ রানে টার্গেট! ফেসবুকে ছড়িয়ে পড়া যশোরের ভিডিওটি  অভিনয়! তব ফেসবুকে ছড়িয়ে পড়া যশোরের ভিডিওটি  অভিনয়! তবুও ক্ষুব্ধ দেশবাসী!ও ক্ষুব্ধ দেশবাসী! ভারতকে উড়িয়ে এশিয়া কাপের চ্যম্পিয়ন বাংলাদেশ

না ফেরার দেশে চলে গেলেন কুমিল্লার প্রখ্যাত হোমিও চিকিৎসক প্রমোদ পাল

  • প্রকাশ কালঃ বুধবার, ১৩ মে, ২০২০
  • ১৫৮৮

স্টাফ রিপোর্টার।। গত ১২ মে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার সময় কুমিল্লা স্পেশালিষ্ট মুন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ হৃদক্রিয়া বন্ধ হয়ে না ফেরার দেশে চলে গেলেন কুমিল্লা শাসনগাছাস্থিত গৌর হোমিও হলের স্বত্বাধিকারী, কুমিল্লা আদর্শ সদর উপজেলাধীন ২নং উত্তর দূর্গাপুর ইউনিয়নস্থিত আড়াউওরা সার্বজনীন কালীবাড়ি ও মহাশ্মশান ব্যবস্থাপনা কমিটির প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক কুমিল্লার প্রখ্যাত হোমিও চিকিৎসক ডাঃ প্রমোদ পাল (দিব্যান লোকন্ স্ব গচ্ছুতঃ)। মৃতুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

মৃত্যুকালে তিনি দুই পুত্র-এক কন্যা, পুত্রবধূ, নাতি-নাতনী, আত্বীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে যান। বুধবার সকাল ৯টার সময় প্রাণঘাতী করোনাভাইরাস এর প্রাদুর্ভাব বিস্তার রোধে সামাজিক দূরত্ব বজায় রেখে আড়াইওরা সার্বজনীন কালীবাড়ি মহাশ্মশানে শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। জানা যায়- মৃত প্রমোদ পালের ছেলে-মেয়ে সুদূর কলকাতা থাকায় করোনাভাইরাসের প্রাদুর্ভাব বিস্তার রোধে ভারত ও বাংলাদেশে লকডাউন থাকার কারণে তাঁর ছেলে-মেয়েরা আসতে না পারায় মৃত প্রমোদ পালের মুখাগ্নি করেন সহোদর বড় ভাগিনা শংকর দাশ। এ তথ্য নিশ্চিত করেন- তাঁর নিকটতম আত্মীয় কুমিল্লা শাসনগাছা জননী মেডিকেল হলের স্বত্বাধিকারী ডাঃ আশিষ কুমার দে। এ সময় উপস্থিত ছিলেন- তাঁর আত্মীয় স্বজনসহ আড়াউওরা সার্বজনীন কালীবাড়ি ও মহাশ্মশান ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ।


এদিকে, কুমিল্লা শাসনগাছাস্থিত গৌর হোমিও হলের স্বত্বাধিকারী কুমিল্লার প্রখ্যাত হোমিও চিকিৎসক ডাঃ প্রমোদ পাল এর মৃত্যুতে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপনসহ বিদেহী আত্মার সৎগতি কামনা করেন- বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টাণ ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি চন্দন কুমার রায়, সভাপতি মন্ডলীর সদস্য হারাধন শীল, সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এড. তাপস চন্দ্র সরকার, আড়াউওরা সার্বজনীন কালীবাড়ি ও মহাশ্মশান ব্যবস্থাপনা কমিটির সভাপতি রনজিৎ কুমার দেবনাথ, সহ-সভাপতি স্বপন কুমার দত্ত, কোষাধ্যক্ষ ডাঃ খোকন কুমার নন্দী, শাসনগাছা জিয়া মেডিকেল হলের স্বত্বাধিকারী ডাঃ কানু বিকাশ দে ও ডাঃ আশিস কুমার দে, পুলিশ লাইন গৌরাঙ্গ হোমিও হলের স্বত্বাধিকারী ডাঃ নারায়ণ চন্দ্র পাল, রেইসকোর্স গজেন্দ্র হোমিও হলের স্বত্বাধিকারী ডাঃ প্রান্তোষ কুমার দত্ত, কালিয়াজুরী শ্রীকৃষ্ণ হোমিও হলের স্বত্বাধিকারী ডাঃ অমর কৃষ্ণ নাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা আদর্শ সদর উপজেলা শাখা সাধারণ সম্পাদক ডাঃ মধূসূদন রায়, দন্ত চিকিৎসক ডাঃ প্রদীপ চক্রবর্তী, দন্ত চিকিৎসক ডাঃ প্রদীপ কুমার দত্ত, ডাঃ স্বপন মজুমদার প্রমুখ। এ ছাড়াও সমবেদনা জ্ঞাপন করেছেন- শাসনগাছা দোকান মালিক সমিতি, আড়াউওরা সার্বজনীন কালীবাড়ি ও মহাশ্মশান ব্যবস্থাপনা কমিটির অন্যান্য নেতৃবৃন্দসহ আড়াইওরা, পালপাড়া ও দূর্গাপুর গ্রামের জাতি-বর্ণ-ধর্ম নির্বিশেষে সর্বস্তরের জনগণ।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুনঃ

© All rights reserved © 2024 Jago Comilla
Theme Customized By BreakingNews