(শরীফ আহমেদ মজুমদার, কুমিল্লা)
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের সিঙ্গরিয়া গ্রামে ফাতেমা নামের এক বিধবা নারী ছেলে মেয়ে নিয়ে দুইদিন অনাহারে
থাকায় রাতেই খাদ্য সামগ্রী পৌঁছে দেন নাঙ্গলকোট থানার ওসি।
থানা সূত্রে জানা যায়,রোববার রাতে বিধবা ওই নারী দুইদিন ধরে অনাহারে রয়েছে বলে ওসির সরকারী নাম্বারে ফোন করে জানায়, এ সংবাদ জানার পর নাঙ্গলকোট থানার ওসি মোঃ বখতিয়ার উদ্দিন চৌধুরী, রোববার (৫ এপ্রিল) রাত সাড়ে টায় উপজেলার সিঙ্গারিয়া বিধবার ঘরে চাল, আলু, ডাল, তৈল, মুড়ি, পেয়াজ, বিস্কুট নিয়ে বিধবার ঘরে পৌছে দেন।
সোমবার (৬ এপ্রিল) সকালে নাঙ্গলকোট থানার এএসআই সফিকুল ইসলাম বলেন, ওসি স্যারের সরকারী নাম্বারে ওই নারী ফোন করে জানায়, তিনি ছেলে মেয়ে নিয়ে দুইদিন ধরে অনাহারে রয়েছেন,এসংবাদ পাওয়ার পর ওসি স্যার নিজেই খাবার কিনে ওই নারীর বাড়ীতে পৌঁছে দেন।
Leave a Reply