নাঙ্গলকোট প্রতিনিধি:
পূর্ব শত্রুতার জের ধরে কুমিল্লার নাঙ্গলকোটের মক্রবপুর গ্রামের নাঈমুল ইসলাম বাবলুর বাড়ীতে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর করেছে একদল সন্ত্রাসী। শুক্রবার রাত এ হামলা চালানো হয়। এ ঘটনায় গতকাল শনিবার সকালে বাবলুর বড় ভাই জাহিদুল ইসলাম বাদী হয়ে নাঙ্গলকোট থানায় মামলা দায়ের করেছেন। মামলার বাদী ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই বাড়ীর নাজমা বেগম ও মাস্টার জাকের হোসেনের সাথে বাবলুদের পূর্ব থেকে পারিবারিক বিরোধ চলে আসছে।
এসব বিরোদের জের ধরে জমি পাবার অজুহাতে স্থানীয় ইউপি সদস্য ইব্রাহীম খলিল মধু, জাকের হোসেন, তার ছেলে শাহাদাত হোসেন অপু ও হরিপুর গ্রামের খলিলুর রহমান সোহাগের নের্তৃত্বে ৩০-৪০ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাতের আধারে অতর্কিত হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা মুল্যবান জিনিসপত্র লুটপাট করে। খবর পেয়ে নাঙ্গলকোট থানার ওসি নজরুল ইসলাম রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানতে চাইলে নাঈমুল ইসলাম বাবলু বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আমাদের বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়ে ভাংচৃর করা হয়েছে। তাদের তান্ডবে আমরা বাড়িঘর ছেড়ে পালিয়ে যাই। পরে পুলিশ আসলে বাড়ীতে ফিরে আসি।
এ ব্যাপারে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম পিপিএম বলেন, এ ঘটনায় জাহিদুল ইসলাম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। তাদের জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে। অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply