(বারী উদ্দিন আহমেদ বাবর, কুমিল্লা)
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় শুক্রবার সকালে সাব রেজিষ্টি অফিসের সামনে দলিল লেখক সমিতির দোকান ঘর ও একটি খাবার হোটেল পুড়ে ছাঁই হয়ে গেছে। সকালে এয়াছিন ভেন্ডারের দোকান থেকে বিদ্যুৎ সট সার্কিট আগুনের সূত্রপাত হয়। এতে আগুন লেগে ৭টি দোকান ঘর পুড়ে ছাই গেছে।
লাকসাম থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুন লেগে এয়াছিন ভেন্ডারের দোকান, মজুমদার ষ্টোর, মাইন উদ্দিন কম্পিউটার, ছাব্বির কম্পিউটার, সম্রাট কম্পিউটার, মতিন হোটেল। এ বিষয়ে লাকসাম ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার মোবারক আলী জানান প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুৎ সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ১০ থেকে ১৫ লাখ টাকার ক্ষতি হতে পারে। তদন্ত করলে ক্ষতির পরিমান জানা যাবে।
দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আবুল হোসেন জানান, এসব দোকানে দলিল,স্টাম্প, ল্যাপটপ, কম্পিউটার, জেনারেটর, ফটোকপি মেশিন সহ যাবতীয় আসবাবপত্র পুড়ে কমপক্ষে ২ কোটি টাকার ক্ষতি হয়েছে।
Leave a Reply