(শরীফ আহমেদ মজুমদার, কুমিল্লা )
কুমিল্লার নাঙ্গলকোটে ডাকাতির প্রস্তুতিকালে তিন যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার রায়কোট দক্ষিণ ইউপির মন্তলী হাইস্কুল এন্ড কলেজের উত্তর পাশ থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন রায়কোট দক্ষিণ ইউনিয়নের বেতাগাঁও গ্রামের আব্দুল মালেকের ছেলে বশির আহমদ একই গ্রামের ফজলের রহমানের ছেলে নজির আহম্মদ ও দক্ষিণ মাহীনি গ্রামের মৃত শামছুল হকের ছেলে লোকমান হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ- পরিদর্শক ( এস আই) শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি কিরিজ, একটি চাইনিজ কুড়াল ও একটি ছুরি উদ্বার করা হয়।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন,শনিবার (২ মে) বিকেলে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে একটি অস্ত্র ও একটি ডাকাতি মামলা হয়েছে।
Leave a Reply