অনলাইন ডেস্ক:
চাকরিতে যোগদানের মাত্র তিন দিন আগে নড়াইলের কালিয়ায় চিত্রা নদীতে গোসল করার সময় ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত জনি সরদার (২৫) খুলনার ফুলতলা উপজেলার আলকা পূর্বপাড়ার মো. সরদার শরিফুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, জনি রোববার সকালে স্ত্রী সোহাগীকে নিয়ে কালিয়ার পেড়লী গ্রামে শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। দুপুরে তিনি পার্শ্ববর্তী চিত্রা নদীতে গোসল করতে গিয়ে ডুব দেন। এ সময় স্ত্রী সোহাগী নদীর পাড়ে দাঁড়িয়ে ছিলেন। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও স্বামীকে পানির নিচ থেকে উপরে ভাসতে না দেখে সোহাগী চিৎকার শুরু করেন।
তার চিৎকার শুনে লোকজন এসে তল্লাশি চালিয়ে ব্যর্থ হয়ে খুলনা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীর তলদেশ থেকে জনির লাশ উদ্ধার করে।
জনির বাবা শরিফুল ইসলাম জানান, খুলনার ‘ল্যাটেক্স ফ্যাক্টরিতে’ জনির চাকরি হয়েছিল। আর ১ অক্টোবর কর্মস্থলে যোগদান করার কথা ছিল।
Leave a Reply