রবিউল হোসেন।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার ধনুয়াখলা আদর্শ উচ্চ বিদ্যালয়ে গতকাল বুধবার গুজব ও ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অত্র স্কুলের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো.তারিকুর রহমান জুয়েল।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সরকাররের উন্নয়নে দিশেহারা হয়ে একটি কুচক্রী মহল সরকারকে বিব্রত করতে পদ্মাসেতুঁর নামে গুজব ছড়িয়ে যাচ্ছে। এ বিষয়ে সকলকে সচেতন হতে হবে। আর ডেঙ্গু বর্তমানে মহামারি আকার ধারন করতে যাচ্ছে। তাই ডেঙ্গু প্রতিরোধে দল-মত নির্বিশে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সরকার ইতিমধ্যে বিভিন্ন প্রদক্ষেপ গ্রহন করেছে। আমাদের ডেঙ্গু প্রতিরোধ করতে হলে, বাড়ির আশপাশের জলাশয়, ঝোপঝাড়, জঙ্গল ইত্যাদি থাকলে তা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ঘরের বাথরুমে বা অন্য কোথাও জমানো পানি যেন ৩ দিনের বেশি না থাকে। আবার ফ্রিজ, এয়ারকন্ডিশনার বা অ্যাকুয়ারিয়ামের নিচেও যেন পানি জমে না সেদিকে খেয়াল রাখতে হবে। যেহেতু এডিস মশা মূলত এমন স্থানে ডিম পাড়ে, যেখানে স্বচ্ছ পানি জমে থাকে। তাই ফুলদানি, অব্যবহৃত কৌটা, ডাবের খোলা, পরিত্যক্ত টায়ার ইত্যাদি থাকলে তা সরিয়ে ফেলতে হবে।
এসময় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক কাজী খোরশেদ আলম, কালির বাজার ইউনিয়ন আ’লীগের সভাপতি আবদুস সোবহান, সাধারণ সম্পাদক মো. ইউনুস, উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো.মাসুদুর রহমান টিপু, সহ- দপ্তর সম্পাদক মো. রিমন, উপজেলা আ’লীগের সদস্য আমিনুল ইসলাম, স্কুলের দাতা সদস্য মো. সেলিম, সমাজ সেবক সাখাওয়াত হোসেন। আলোচনা সভা শেষে প্রত্যেক ছাত্রছাত্রীর হাতে ডেঙ্গু ও গুজব প্রতিরোধ বিষয়ক লিফলেট বিতরন করেন প্রধান অতিথি উপজেলার ভাইস চেয়ারম্যান মো.তারিকুর রহমান জুয়েল।
Leave a Reply