সম্প্রতি ইউটিউব এ রিলিজ হয়েছে মাহবুব মুর্শেদ রিফাত এর পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সেলেব্রিটি-দ্যা ভার্চুয়াল মনস্টার এর ট্রেলার । থ্রি স্টার এন্টারটেইনমেন্ট এর ব্যানারে ইউটিউবে এসেছে স্বল্পদৈর্ঘ্যটি, ওয়ান্ডার অফ দ্যা ফ্রেম এর এটি ষষ্ঠ প্রয়াস,এটির সার্বিক সহায়তায় ছিলো আমার মা ফাউন্ডেশন |
কিশোর পাশা ইমনের গল্প এবং চিত্রনাট্যে এতে অভিনয় করেছেন তরুন অভিনেতা রাজ বিশ্বাস শংকর,নোমান হোসেইন,সামসুদ্দিন তুহিন,ইফতেখার ইমাজ,নুরুল কাওসার মানিক, জুবায়ের আহাম্মেদ সহ আরো অনেকে।প্রধান সহকারি পরিচালক হিসেবে কাজ করেছেন সাব্বির ওয়াহিদ, গ্রাফিক্স এ আদর মির্জা, সম্পাদনায় থাকছেন করছেন রাশেদুল ইসলাম রনি, চিত্রগ্রহন এ ছিলেন রাহুল সরকার,স্বল্পদৈর্ঘ্যটির আবহ সংগীতের কাজ করেছেন নাইম হাসান তানজীর |
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি সম্পর্কে জানতে চাইলে তরুন নির্মাতা মাহাবুব মোর্শেদ রিফাত বলেন, মূলত আমাদের সাইবার স্পেস এর মধ্যকার লড়াই নিয়েই আবর্তিত হয়েছে গল্পটি যেখানে লাইক কমেন্ট ফলোয়ারের উপরে ভিত্তি করেই রাতারাতি কেউ হয়তো হয়ে যাচ্ছে অনলাইন সেলিব্রেটি কিন্তু পেছনে কলকাঠি নাড়তে থাকা মানুষগুলো থেকে যাচ্ছে পর্দার আড়ালেই,দর্শক একটি ভাল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখবে পাবে এ ব্যাপারে আমি আশাবাদী।
স্বল্পদৈর্ঘ্যটির প্রধান সহকারী পরিচালক সাব্বির ওয়াহিদ বলেন, ট্রেইলার রিলিজের পর থ্রিলার গল্প নিয়ে মানুষের আগ্রহ দেখে আনন্দিত, আমরা ক্যামেরার পেছনের মানুষ শ্রম দিয়ে যাদের জন্য কাজটি বানিয়েছি তাদের কাছ থেকে যতটুকু চেয়েছি তার চেয়ে বেশি ভালবাসা পাচ্ছি আসা করছি সারা দেশে এটি নিয়ে আলোচনার ঝড় উঠবে।
ভিডিও দেখতে ক্লিক করুন : দ্যা ভার্চুয়াল মনস্টার ভিডিও
Leave a Reply