রবিউল হোসেন।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার চেয়ারম্যান এড.আমিনুল ইসলাম টুটুল বলেছেন ‘দেশের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন। ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়ার জন্য কাজ যাচ্ছেন বর্তমান সরকার। গ্রাম-শহর সকল স্থানেই রাস্তা,কালভার্ট ও ব্রিজের কাজ হচ্ছে। সম্পদ তারই অর্জন করা উচিত যে রক্ষা করতে পারবে। রাস্তা মেরামত করার পর তা সংরক্ষনের দায়িত্ব পালন করতে হবে।
গতকাল আদর্শ সদর উপজেলা জগন্নাথপুর ইউনিয়েনের আনসার রোড হইতে শাহাপুর কাঠের পুল পর্যন্ত বিটুমিনাস কার্পেটিং রাস্তা মেরামতে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু হত্যার মাধ্যমে দেশের অগ্রযাত্রাকে থমকে দেওয়া হয়েছিল। কিন্তু দমিয়ে রাখতে পারেনি। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে¡ দেশ আজ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু স্বপ্ন দেখতেন কৃষকের ছেলে একদিন রাষ্ট্রের প্রথম শ্রেণির কর্মকর্তা হবে। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন আজ বাস্তবায়ন করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনা দেশকে আজ বিশ্বের দরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন। বিশের¦ অর্থনৈতিক অগ্রগতিতে বর্তমানে বাংলাদেশ এখন রোল মডেল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের গরীব-দুঃখী মানুষের ভাগ্যে পরিবর্তনের স্বপ্ন দেখেছিলেন। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন আজ বাস্তবায়ন করেছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। তিনি দেশের উন্নয়নের পাশাপাশি গরীর-দুঃখী সহ অসহায় মানুষের জন্য বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, মাতৃত্বকালীন ও মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা সহ ১৭ রকমের ভাতা চালু করেছেন।
জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল বারেক’র সভাপতিত্ব অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আদর্শ সদর উপজেলার প্রকৌশলী মো. জাবেদ হোসেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর মোতালেব লিটন, উপজেলা জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো.জাহাঙ্গীর আলম, জামসেদ আহম্মেদ, ওয়ার্ড মেম্বার রহুল আমিন, আলী আশরাফ মাস্টার, আবুল বাশার। অনুষ্ঠানে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীউপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক রবিউল আলম বিপ্লব
Leave a Reply