মোঃ ফখরুল ইসলাম সাগর, দেবিদ্বার
কুমিল্লার দেবিদ্বারে ফয়জুন্নেসা ফাউন্ডেশনের আর্থায়নে অসহায় দরিদ্র কর্মহীন ১০০টি পরিবারের মাঝে গতকাল বিকালে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
জানা যায়, ফয়জুন্নেসা ফাউন্ডেশনের প্রধান পৃষ্টপোষক ডাঃে ফরদৌস খন্দকার এর নির্দেশনায় উপজেলার প্রতিটি ইউনিয়নে এই খাদ্য সামগ্রী বিতরণ কাজ চালিয়ে যাচ্ছেন অত্র ফাউন্ডেশনের অফিস পরিচালক মোঃ সিদ্দিকুর রহমান। প্রথমে ইউসুফপুর ইউনিয়ন ও গুনাইঘর উত্তর ইউনিয়নে এই কার্যত্রম চালু করা হয়েছে। তারই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার বিকালে ৬নং ফতেহাবাদ ইউনিয়নের ১০০ টি অসহায় দরীদ্র পরিবারের মাঝে ১০ কেজি চাল ও ২ কেজি করে আলু সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
ফয়জুন্নেসা ফাউন্ডেশনের অফিস পরিচালক মোঃ সিদ্দিকুর রহমান জানান, করোনা সম্মুখ যুদ্ধা ডাঃ ফেরদৌস খন্দকার কোয়ারাইন্টাইনে থেকে নির্দেশ দিয়েছেন যেন প্রতিটি ইউনিয়নের অসহায় দরীদ্র পরিবারের তালিকা করে খাদ্য সামগ্রী প্রত্যেকের ঘরে ঘরে পৌছে দেওয়ার জন্য। তাই কিছু স্বেচ্ছাসেবকদের সহযোগীতায় খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছি।
Leave a Reply