অনলাইন ডেস্ক:
কুমিল্লার- ০৪ (দেবীদ্বার) আসনে রাজী মোহাম্মদ ফখরুল আওয়ামীলীগের নৌকা প্রতিকের মনোনয়ন পাওয়ায় দেবীদ্বারে আনন্দ মিছিল করেছে তার সমর্থকরা।
রোববার দুপুরে দেবীদ্বার নিউমার্কেট থেকে মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, দেবীদ্বার উপজেলা আওয়ামীললীগ সভাপতি আলহাজ্ব জয়নুল আবেদীন, কুমিল্লা উত্তর জেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি শিরিন সুলতানা প্রমূখ।
এ আসনে আওয়ামী লীগ থেকে দলের কুমিল্লা উত্তর জেলা সহ-সভাপতি ও সাবেক মন্ত্রী এবিএম গোলাম মোস্তফা, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ এম. হুমায়ুন মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার, সদস্য ও শিল্পপতি আবুল কালাম আজাদ সম্ভাব্য প্রার্থী ছিলেন
এখানে বিএনপি থেকে সাবেক এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী, তিনি আইনি জটিলতায় আটকে গেলে তাঁর স্ত্রী মাজেদা আহসান মুন্সী, কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খান সম্ভাব্য প্রার্থী। জাতীয় পার্টি (এ) থেকে দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু, ন্যাপের প্রেসিডিয়াম সদস্য আমেনা আহমেদ, ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশের প্রেসিডেন্ট ছাবের আহাম্মদ (কাজী ছাব্বীর) সম্ভাব্য প্রার্থী বলে জানা গেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ চুড়ান্ত প্রার্থী ড.মহসিন আলম।
এ আসনে ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত চারটি নির্বাচনে বিএনপি দলীয় ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি এমপি নির্বাচিত হন। ২০০৮ আওয়ামী লীগের প্রার্থী এবিএম গোলাম মোস্তফা নির্বাচিত হন। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে মহাজোটের শরীক জাতীয় পার্টির (এরশাদ) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজুকে প্রার্থী করা হয়। কিন্তু স্থানীয় আওয়ামী লীগে চতুর্মুখী কোন্দলের কারণে এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হন দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী এএফএম ফখরুল ইসলাম মুন্সীর ছেলে সাবেক উপজেলা চেয়ারম্যান রাজী মোহাম্মদ ফখরুল।এ আসনে আ.লীগ ও বিএনপি সঠিক প্রার্থী নির্ধারণ করতে পারলে লড়াই হবে ধানেরশীর্ষ ও নৌকায়।
Leave a Reply