অনলাইন ডেস্ক:
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে কাল মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। ভারতের দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রবিবার (৩ জুন) বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় মাঠে নামবে টিম-টাইগাররা।
এদিকে প্রথম প্রস্তুতি ম্যাচে আফগানদের বিপক্ষে ৮ উইকেটে পরাজয়ের কারণে বেশ কোণঠাসায় আছে সাকিব-মুশফিকরা। তাই আগামীকালের ম্যাচে জন্য বেশ শক্ত একাদশ নিয়ে মাঠে দেখা যাবে বাংলাদেশ শিবিরকে।
ওপেনিং পজিশনে ডেসিং ওপেনার তামিম ইকবাল নিশ্চিত হলেও এখনো নিশ্চিত নন সৌম্য সরকার। তার যায়গায় একাদশে দেখা যেতে পারে লিটন দাসকে। এরপরে ব্যাটিং পজিশনে দেখা যেতে পারে সাব্বির রহমানকে। কারণ সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচে ভারতের বিপক্ষে ৫০ বলে ৭৭ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি।
মুশফিকুর রহিমকে দেখা যেতে পারে চার নাম্বার ব্যাটিং পজিশনে এরপরেই থাকতে পারেন অধিনায়ক সাকিব আল হাসান ও সহ-অধিনায়ক মাহামুদুল্লাহ রিয়াদ। অপরদিকে প্রস্তুতি ম্যাচে ভালো করায় মোসাদ্দেক হোসেন সৈকত থাকতে পারে একাদশে কিন্তু মেহেদী হাসান মিরাজের পরিবর্তে একাদশে দেখা যেতে পারে নাজমুল হাসান অপুকে। আর পেস আক্রমনে রুবেলকে রাখতে ভুল করবেনা অধিনায়ক সাকিব আল হাসান
রুবেলের সহযোগী হিসেবে দেখা যেতে পারে আবু হায়দার রনি ও আবু জায়েদ রাহিকে।
টাইগারদের সম্ভাব্য একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাস, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, রুবেল হোসেন, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, নাজমুল ইসলাম অপু।
Leave a Reply