1. jagocomilla24@gmail.com : jago comilla :
  2. weekybibarton@gmail.com : Amit Mazumder : Amit Mazumder
  3. sufian3500@gmaill.com : sufian Rasel : sufian Rasel
  4. sujhon2011@gmail.com : sujhon :
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
আন্তর্জাতিক মানের ইনডোর প্লে-গ্রাউন্ড “বাবুল্যান্ড” এখন কুমিল্লায় বিভাগ হলে কুমিল্লা নামেই হবে : উপদেষ্টা আসিফ আজ সাংবাদিক নেকবর হোসেন এর পিতার ১১ তম  মৃত্যুবার্ষিকী  কান্দিরপাড় রূপায়ন দেলোয়ার টাওয়ারের লোটোর ৫ম আউটলেট উদ্বোধন; ৩ দিন চলবে ২০%  ডিসকাউন্ট  কুমিল্লায় ভয়াবহ দুর্ঘটনা; নিহত বেড়ে ৭ কুমিল্লায় ট্রেনের ধাক্কায় ৫ অটো রিকশা যাত্রী নিহত; আহত ৩ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের কমিটি ঘোষণা কেন্দ্র ঘোষিত কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্রদের পাল্টা কমিটি গঠন কুমিল্লা নগরীতে শ্যালিকার বসতজমি দখলের অভিযোগ! সিসিএন বিশ্ববিদ্যালয়ের সেমিনারে রিসোর্স পার্সন পিএসসির সচিব ড. সানোয়ার জাহান ভূইয়া

দৃষ্টান্ত স্থাপন করলেন আখলাক হায়দার; পরাজিত প্রার্থীর পা ছুঁয়ে দোয়া নিলেন

  • প্রকাশ কালঃ বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৯
  • ১৭৫৭

অনলাইন ডেস্ক:
কুমিল্লার জেলার বুড়িচং উপজেলা পরিষদ নির্বাচন নৌকা মনোনীত প্রার্থী ও উপজেলার আওয়ামী লীগের যুগ্ম আহব্বায়ক এডভোকেট হাসেম খানের পা ছুঁয়ে দোয়া নিলেন তার প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী বিজয়ী প্রার্থী আখলাক হায়দার।

৩ এপ্রিল বুধবার হাসেম খানের বাসায় যান বুড়িচং উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান আখালাক হায়দার।তার পরাজিত সিনিয়র নেতা হাসেম খান এর পা ছুঁয়ে,কোলাকুলি করে দোয়া নিলেন। একে অপরকে জড়িয়ে ধরে একসাথে বুড়িচং উপজেলার জনগনের জন্য কাজ করার ওয়াদা করলেন। এসময় আবেগঘন এক পরিবেশের অবতারণা হয় এড. আবুল হাসেম খানের বাসায়।

দুজনে জড়িয়ে ধরেন দুজনকে, দুজনের চোখেই জল। একসাথে দীর্ঘ পথ পাড়ি দেয়া বুড়িচংর এ দুই পরিচ্ছন্ন নেতা হিংসা বিদ্বেষ ভুলে সকল কর্মীদের একত্রিত করে এগিয়ে নেবেন বুড়িচংয়ের রাজনীতিকে, এটাই প্রত্যাশা সাধারণ জনতার। কিছু দিন আগে অর্থাৎ নিবার্চনের আগে তফসিল ঘোষনার পর থেকেই মিছিল মিটিং, মামলা হামালা, ধাওয়া পাল্টাধাওয়া, হুমকি ধমকি বহিষ্কার সংবাদ সম্মেলন ও প্রচার প্রাচারণায় বেশ সরগরম কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদের নির্বাচনের মাঠ। শেষ দিকে এসে উত্তপ্ত হয়ে উঠেছে এ উপজেলার ভোটের হাওয়া।কিন্তু ভোটের দিন কর্মীদের মধ্য বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তাদের মধ্যে তেমন ঝামেলা বা ঘটনা হয়নি।

৫ম উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপের ভোট গ্রহণ চলবে ৩১ তারিখ রবিবার সকাল ৮থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ হয়েছে। জেলা শহর সংলগ্ন ভারত সীমান্ত এলাকায় অবস্থিত ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত উপজেলাটিতে মোট ৭৪ টি ভোট কেন্দ্রের ৫২১টি বুথে একযোগে ভোট গ্রহণ হয়েছে। উপজেলায় নারী ও পুরুষ ভোটার সহ মোট ভোটার সংখ্যা ২ লক্ষ১৬ হাজার ৮শত ৮২জন। এর মাঝে ১ লক্ষ ৬ হাজার ৫ শত ২৮ জন নারী ভোটার।

রবিবার রাত ১০টা ৩০মিনিট বুড়িচং উপজেলার নির্বাচন অফিস ও সহকারি রির্টানিং অফিস কার্যালয়ে সকল প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলার নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান, নির্বাচন অফিসের কর্মকর্তা আলিফ লায়লা, ওসি আনারুল ইসলাম সহ আরো অনেকের উপস্থিতিতে বুড়িচং উপজেলায় দুই প্রতিদ্বন্দী প্রার্থী আনারস মোঃ আখলাক হায়দার ৭৪৪৩৭ বিজয়ী। এ্যডভোকেট আবুল হাসেম খান ৩৯৮৪৫ ফলাফল প্রকাশিত হয়।

এ দিকে জাতীয় পার্টির মনোনীত চেয়ারম্যান প্রার্থী গোলাম বায়েজীদ ২১৮। মোঃ গোলাম ফারুক(বই) ৩৯৭২৬ বিজয়ী। মোঃ মতিউর রহমান রুমেল খাঁন(তালা) ৩২৯৩৫। বিজয়ী।মতিউর রহমান আলী (চশমা),১২০৮৮।

আলমগীর হোসেন(টিউবওয়েল) ১১০৭৫। মোহাম্মদ জসিম উোদ্দিন(মাইক), ১৫১৯০। মোহাম্মদ ইকবাল অৌহোসেন (উড়োজাহাজ) ১১৩৮। মহিলাদের মধ্যে নাদেরা পারভীন আক্তার (প্রজাপতি) ২৮৮৫২। পান্না আক্তার(কলস) ৪৮৩৭৮ বিজয়ী। সালমা আক্তার পারভীন(ফুটবল) ৩৯০৫৬।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুনঃ

© All rights reserved © 2024 Jago Comilla
Theme Customized By BreakingNews