অনলাইন ডেস্ক:
সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে প্রথমবারের মতো খেলতে নেমেছেন মাশরাফি বিন মর্তুজা। কিন্তু বিপিএলের ষষ্ঠ আসরের উদ্বোধনী ম্যাচে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি রংপুর রাইডার্স অধিনায়ক।দলের বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতার ধারা বজায় রেখে মাশরাফিও আউট হয়ে গিয়েছেন মাত্র ২ রান করে। ৩৫ রানেই ৭ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়েছে রংপুর রাইডার্স। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভার শেষে বর্তমান চ্যাম্পিয়নদের সংগ্রহ ৭ উইকেটে ৪০ রান।
৩২ রানের মাথায় ষষ্ঠ উইকেটের পতনে উইকেটে এসেছিলেন মাশরাফি। চাপের মুখে রয়েসয়ে ব্যাটিং শুরু করেন তিনি। সানজামুলের ইসলামের এক ওভার পুরো মেইডেনই দিয়ে দেন। কিন্তু এক ওভারের পরেই খালেদ আহমেদ বোলিংয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে নিজের উইকেট হারান মাশরাফি।
আউট হওয়ার আগে ২ রান করতে ১১টি বল খেলেন মাশরাফি। রংপুরের আশার প্রদীপ জালিয়ে রেখে অষ্টম উইকেটে সোহাগ গাজীকে নিয়ে ব্যাটিং করে যাচ্ছেন ইংলিশ অলরাউন্ডার রবি বোপারা।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারটা দেখেশুনেই কাটিয়ে দিয়েছিলেন রংপুর ওপেনার মেহেদি মারুফ। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে স্ট্রাইক পান হেলস। রবি ফ্রাইলিংকের ভেতরে ঢোকা ডেলিভারী সময়মতো ব্যাট চালাতে ব্যর্থ হলে আঘাত হানে প্যাডে।
জোরালো আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। রিভিউ থাকলেও তা নেননি হেলস। রিপ্লেতে দেখা যায় আম্পায়ার্স কলে আউটই থাকতেন হেলস। ষষ্ঠ আসরে প্রথম উইকেট নেন ফ্রাইলিংক।
দ্বিতীয় উইকেটটাও যায় ফ্রাইলিংকের নামেই। একই ওভারের চতুর্থ বলে সরাসরি বোল্ড করে দেন মোহাম্মদ মিঠুনকে। হেলসের মতো তিনিও ব্যর্থ হন রানের খাতা খুলতে।
বর্তমান চ্যাম্পিয়ন রংপুরের বিপদ আরও বেড়ে যায় তৃতীয় ওভারে দক্ষিণ আফ্রিকান মারকুটে ব্যাটসম্যান রিলে রুশো উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলে। মাত্র ১০ রানেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় রংপুর।
সেই চাপ সামাল দেয়ার বদলে আরও বাড়িয়ে দেন উদ্বোধনী ব্যাটসম্যান মেহেদি মারুফ। রবি ফ্রাইলিংকের তৃতীয় শিকার হওয়ার পথে তিনি ধরা পড়েন সানজামুল ইসলামের হাতে। তারপর নাঈমের বলে আবু জায়েদের হাতে ক্যাচ দিয়ে আউট হন বেনি হাওয়েল। তখনো পর্যন্ত দলের পক্ষে সর্বোচ্চ ৮ রান করেন তিনি।
ব্যর্থতার ধারা বজায় রেখে দলীয় ৩২ রানের মাথায় ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে প্যাভিলিয়নের পথ ধরেন ফরহাদ রেজা। তরুণ অফস্পিনার নাঈম হাসানের বোলিংয়ে লেগ বিফোরের ফাঁদে ধরা পোড়ার আগে তিনি করেন মাত্র ৩ রান।
রংপুর রাইডার্সের একাদশ
মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), রাইলি রুশো, রবি বোপারা, মাশরাফি মুর্তজা (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, অ্যালেক্স হেলস, মেহেদি মারুফ, শফিউল ইসলাম, ফরহাদ রেজা বেনি হাওয়েল।
চিটাগাং ভাইকিংসের একাদশ
মোহাম্মদ আশরাফুল, ক্যামেরন ডেলপোর্ট, মুশফিকুর রহিম (অধিনায়ক/উইকেটরক্ষক)), সিকান্দার রাজা, মোসাদ্দেক হোসেন, রোবি ফ্রাইলিংক, খালেদ আহমেদ, আবু জায়েদ, সানজামুল ইসলাম, মোহাম্মদ শাহজাদ, নাঈম হাসান।
Leave a Reply