অনলাইন ডেস্ক:
যা ভয় ছিল, তাই-ই ঘটল। গুরুগ্রামে পৌঁছেই পঙ্গপালের দল হানা দিল ভারতের রাজধানী দিল্লিতে৷ শনিবার (২৭ জুন) সকালে গুরুগ্রামের আকাশ ছেয়ে যায় পঙ্গপালে৷ সেখান থেকে দুপুরেই কয়েক কোটি পঙ্গপাল হানা দিল দিল্লি। দক্ষিণ দিল্লির ছতরপুরে হামলা চালাল পঙ্গপালের দল৷ পঙ্গপাল মোকাবেলায় দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই গোটা দিল্লি ও সংলগ্ন এলাকায় হাই অ্যালার্ট জারি করেছেন৷ প্রশাসনকে তত্পর হওয়ার নির্দেশ দিয়েছেন৷ পঙ্গপালের দল প্রথমেই হামলে পড়বে ফসলের ওপর৷ তাই দিল্লির কৃষি দপ্তর প্রতিটি জেলা প্রশাসককে বিশেষ অ্যাডভাইজরি ইস্যু করেছে। বন দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে, ডি জে, ঢোল, বাসন বাজিয়ে পঙ্গপালের দলকে ছত্রভঙ্গ করার জন্য৷
গুরুগ্রামসংলগ্ন কৃষিজমিগুলোতে গিয়ে পরিস্থিতি দেখার জন্য কৃষি দপ্তরের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে৷ কৃষি মন্ত্রণালয়ের পঙ্গপাল সতর্কতা বিভাগের প্রধান কে এল গুর্জর জানিয়েছেন, এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ পঙ্গপালের দল গুরুগ্রামে ঢোকে৷ মুহূর্তের মধ্যে তারা ২ কিমি এলাকায় ছেয়ে যায়৷ মে মাসে পঙ্গপালের দল প্রথম হামলা চালায় ভারতের রাজস্থানে৷ তারপর পাঞ্জাব, মহারাষ্ট্র ও গুজরাটে৷ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ৪ প্রজাতির পঙ্গপাল রয়েছে ভারতে৷ মরুভূমির পঙ্গপাল, পরিযায়ী পঙ্গপাল, বম্বে পঙ্গপাল ও গাছ পঙ্গপাল৷ এর মধ্যে সবচেয়ে ধ্বংসাত্মক হলো মরুভূমির পঙ্গপাল৷
Leave a Reply