অনলাইন ডেস্ক:
গত ২৫ আগস্ট শরীয়তপুরের দুই যুবককে গু’লি করে হ’ত্যা করেছে দক্ষিণ আফ্রিকার স’ন্ত্রাসীরা। সেই রেশ কে’টে উঠতে না উঠতেই আবারো এক কুমিল্লার যুবককে খু’নের ঘটনা ঘটল।২৫ আগস্ট স্থানীয় সময় রাত পৌনে আটটার দিকে কেপটাউন শহরের মালমাজবেরি এলাকার একটি বিপনি বিতানে হা’মলা চালিয়ে দুই যুবককে হ’ত্যা করা হয়।
নিহত যুবকরা হলেন- শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিসার ইউনিয়নের কাইচকুড়ি গ্রামের মৃ’ত শহর আলী মাঝির ছেলে উজ্জ্বল মাঝি ও তার ব্যবসা প্রতিষ্ঠানের শ্রমিক নড়িয়া উপজেলার বিঝারী ইউনিয়নের কাপাশপাড়া গ্রামের আলম মোল্যা।
জানাগেছে, আলম দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরের সুপার মার্কেটের একটি দোকানে চাকরি করত। ওই দোকানটিতে পাঁচজন কমর্চারী ছিল।
ওই দিন রাতে কিছু স’ন্ত্রাসী দোকানে ঢুকে চাঁ’দা দাবি করে। চাঁ’দা না দেয়ায় স’ন্ত্রাসীরা এলোপাথারি গু’লি চালায়। এসময় তার গু’লিবি’দ্ধ হয়, পরে মা’রা যায়।
এ ঘটনার ১০দিন যেতে না যেতেই দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন ক্যাপ প্রভিন্সের স্টের্কস্পিরিট পলমিট এলাকায় ইকবাল হোসেন নামে এক কুমিল্লার যুবককে স’ন্ত্রাসীরা গু’লি করে হ’ত্যা করেছে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে ইস্টার্ন ক্যাপের স্টের্কস্পিরিট পলমিট এলাকায় ইকবাল নামে এক বাংলাদেশি দোকানে মাল ডেলিভারি দিতে যান।এ সময় স’ন্ত্রাসীরা তার ওপর আ’ক্রমন চালিয়ে তাকে বেশ কয়েক রা’উন্ড গু’লি করলে তিনি ঘটনাস্থলে নিহত হন। নিহত ইকবালের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার হাসনাবাদ চারয়ানী গ্রামে।
Leave a Reply