তুমি কি দেখেছো?রাজপথে কখনো ছাত্র জনতার ঢল
যেই জনতা ঢেউয়ের মতো ছুটছে ছল ছল?
তুমি কি দেখেছো?রাজপথে কুপিয়ে হত্যা মা হারানো ধন
দেখেছো কি কখনো ভেবে? কাঁদতে তোমার মন?
তুমি কি দেখেছো? অসহায় মেয়েটির আত্নচিৎকার
দেখেছো কি কখনো?বাবা হারানো কান্নায় হাহাকার
তুমি কি দেখেছো?রাজপথে ট্রাকের তলে পিষিয়ে মারা করুণ কাহিনী
দেখেছো কি কখনো?প্রতিবাদী কোন বাহিনী?
দেখেছো কখনো মুর্খের হাতে সোনার রাজনীতি
দেখেছো কখনো অন্যায়,অবিচার,নির্যাতন, দুর্নীতি?
তুমি কি দেখো নাই?সাংবাদিকের মাথা ফাটানো?
নাকি দেখেছো ঠিকই?সেটা ছিল চোখ ধাঁধানো?
শুনেছো কখনো হতমুর্খ মন্ত্রীর আবোলতাবোল কথা
যে কথা শুনে মোর মনে লেগেছে ব্যাথা।
তুমি দেখোনাই ভোটচুরি করে জনগণের অধিকার খর্ব করা
ভোট দিতে গেলে নাগরিক মার খেয়ে আধমরা।
দেখেছো কখনো শাহবাগে মিথ্যা গণ জাগরণ
যেখানে কত নারীপুরুষ হয়েছে হরণ
সেখানে আবার ছাত্র জনতা তুলেছে হুংকার
যেটা ছিলো সবার দাবী কোটাসংস্কার।
দেখোনি কখনো নির্পরাধ মানুষকে মিথ্যা মামলায় ফাসিতে ঝুলানো
উল্টা পাল্টা কথা বলে জাতিকে বুঝানো?
নাকি দেখে ও তুমি না দেখার ভাণ করে আছো
শুনেও তুমি না শোনার মতো কান পেতে আছো.
করেছো কখনো প্রতিবাদ?না করোনি
তাইতো তোমাদের অধঃপতন আফসোস বুঝতে পারোনি।
সোনার দেশকে বিক্রি করে দিচ্ছে অন্যের হাতে
প্রত্যুষ, বিকেল,সন্ধ্যা শুনিও সেই রাতে।
আফসোস দুর্ভাগ্য আমাদের কপাল পোড়া
আজও চিনলাম না মায়ার দেশটা মোরা
প্রতিনিয়ত ঘটছে দেখো এই পরিণতি
তারপরেও ঘুমিয়ে আছে বীর বাঙ্গালী জাতি।
সময় থাকতে দেশটার প্রেমে জীবন বিলি দাও
মা বোনদের ইজ্জত নিয়ে বাচার অধিকার দাও
শান্তি মতো বাবা ও যেন ন্যায্য অধিকার পায়
আর যেন না শুনি আফসোস হায়! হায়!
সোনার দেশের সোনার যুবক দেশকে ভালোবাসো
জাতির জন্য একবার তুমি মরেও আবার হাসো
দেখবে তোমার দেশ ও জাতি হয়ে গেছে স্বাধীন
কারো কাছে মাথা নুয়ে হবেনা পরাধীন।
এই মরাতে ঠাই হবে তোমার জান্নাতে
যেখানো রবে তুমি আরাম আয়েশ মতে
দেশ ও জাতিকে মুক্ত করে দাও
সময় থাকতে দেশ ও জাতির জন্য জীবন বিলিয়ে দাও।
Leave a Reply