(মোঃ জুয়েল রানা, তিতাস)
আগামী ২১ অক্টোবর ২০১৯ইং অনুষ্ঠিতব্য কুমিল্লা তিতাস উপজেলা পরিষদের নির্বাচনে ৩টি পদে প্রতিদ্বন্দ্বিতার লক্ষে উৎসব মূখর পরিবেশে সহকারী রিটার্নিং অফিসার মোঃ ফারুক হোসেন এর নিকট মনোনয়ন পত্র জমা দিয়েছেন মোট ৭জন প্রার্থী।
রবিবার (২২ সেপ্টেম্ব) যাচাই বাছাই শেষে কুমিল্লার তিতাস উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১জন প্রার্থীর মনোনয়ন পত্র বতিল ঘোষনা করেছে জেলা রিটার্নিং অফিসার। তারা হলেন, চেয়ারম্যান পদে বিএনপির মনোনীত প্রার্থী সাদেক হোসেন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাকিলা পারভীন।
যাদের মনোনয়ন পত্র বৈধ রয়েছে তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, তিতাস উপজেলার সাবেক চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের মো. পারভেজ হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্র লীগের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি ও বর্তমানে উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. সাইফুল আলম মুরাদ, কুমিল্লা উত্তর জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ ফকির।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক মোসাম্মৎ ফরিদা ইয়াছমিন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য নুরুন্নাহার পারভিন।
Leave a Reply