(মোঃ জুয়েল রানা, তিতাস)
কুমিল্লা তিতাস উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের ম্যানেজিং কমিটির নির্বাচন-২০১৯ এ প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে অভিভাবক প্রতিনিধিসহ বিভিন্ন পদের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।
বুধবার (২১ আগস্ট) সকাল হতে বিকেল পর্যন্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কক্ষে প্রার্থীরা নির্বাচন কমিশনারের কাছে এ মনোনয়নপত্র জমা দেন।
যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন, অভিভাবক প্রতিনিধি মাছিমপুর গ্রামের মুনসুর আলী, ইকবাল হোসেন বাবুল, মজিবুর রহমান, এমদাদ হোসেন মোল্লা, বলরামপুর গ্রামের মোঃ কবির, দূর্গাপুর গ্রামের মনির হোসেন, আলীনগর গ্রামের জহিরুল ইসলাম, জয়পুর গ্রামের রকিব উদ্দিন ও মহিলা সংরক্ষিত অভিভাবক প্রতিনিধি বলরামপুর গ্রামের মর্জিনা। আর দাতা সদস্য হিসেবে সুনীল পোদ্দার।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, আগামী ১৬ সেপ্টেম্বর মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই নির্বাচনকে সামনে রেখে নিদিষ্ট সময়ে ২১ আগস্ট বুধবার প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করে। ২২ আগস্ট বৃহস্পতিবার প্রার্থীতা বাছাই ও ২৫ আগস্ট রবিবার প্রত্যাহারের শেষ তারিখ।নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোসাঃ আনোয়ারা চৌধুরী।
Leave a Reply