(মোঃ জুয়েল রানা, তিতাস)
করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় ও নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্য সামগ্রী দিয়েছে কুমিল্লা তিতাস উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাছিমপুর আর আর ইনস্টিটিউশন।
রবিবার (২৯ মার্চ) সকাল ১১ টায় বিদ্যালয়ের প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন গ্রামের উপকারভোগী মানুষদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার ও নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তার।
এসময় উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান চৌধুরী, বিদ্যুৎসাহী বিবেকানন্দ পোদ্দার বিবু, সহকারী প্রধান শিক্ষক আবুল বাশার বকুল, দাতা সদস্য হাজী মোবারক সরকার, বলরামপুর ইউপি চেয়ারম্যান নুর নবী, ম্যানেজিং কমিটির সদস্য, মুনসুর আলী, মজিবুর রহমান, কবির আহমেদ, জহিরুল ইসলাম, সাবেক শিক্ষক কবির আহমেদ মাষ্টার প্রমূখ।
বিতরণ কালে উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার বলেন, আমরা আপাদের পাশে আছি, এবং এ বিদ্যালয়কে অনুকরণ করে সরকারের পাশাপাশি সবাই নিজ নিজ উদ্যোগে মানুষে পাশে দাঁড়ান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তার বলেন, ধন্যবাদ জানাই মাছিমপুর হাইস্কুলের সকলকে এই ক্লান্তিকালে মানুষ মানুষ পাশে দাঁড়ানোর জন্য। আশা করি এই উদ্যোগ দেখে সবাই অনুকরণীয় হবেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান বলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর নির্দেশে এবং বিদ্যালয়ের সকল ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকদের সার্বিক সহযোগিতায় অন্তত আড়াই শতাধিক সুবিধাভোগীদের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়েছে।
এতে প্রতিজনকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১কেজি পেঁয়াজ ও ২টি সাবান দেয়া হয়েছে।
Leave a Reply