(মোঃ জুয়েল রানা, তিতাস)
কুমিল্লা তিতাসে জাতীয় এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অবহিতকরন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সে হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সরফরাজ হোসেন খান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ রাশেদা আক্তার, তিতাস থানার অফিসার ইনচার্জ সৈয়দ আহসানুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আবু জাফর সালেহ প্রমূখ। এছাড়া আরও উপস্থিত ছিলেন বলরামপুর ইউপি চেয়ারম্যান মোঃ নুর নবী, সাতানী ইউপি চেয়ারম্যান মোঃ সামসুল হক সরকার, তিতাস প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মহসীন হাবিব ও কোষাধ্যক্ষ মোঃ জুয়েল রানাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা কর্মচারীগন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সামসুল হক সুমন।
ছয় হতে ১১ মাস বয়সী শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। তবে অসুস্থ শিশু ও বিগত চার মাসের মধ্যে ভিটামিন এ ক্যাপসুল প্রাপ্ত শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো যাবে না।
Leave a Reply