(মোঃ জুয়েল রানা,তিতাস)
কুমিল্লা তিতাস উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে ২০২০ইং সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) সকালে প্রতিষ্ঠানের মাঠ প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোখলেছুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোসাঃ আনোয়ারা চৌধুরী ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলরামপুর ইউপি চেয়ারম্যান মোঃ নুর নবী প্রমূখ।
এছাড়াও সহকারী প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দিন, সহকারী শিক্ষক শাহজামান শুভ, মোঃ আবদুল হাকিম, কাজী রফিকুল ইসলাম, হারুন মোল্লা, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মেহরাব আলম সায়মন সিকদারসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিদায় শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মোঃ আব্দুর রহমান।
Leave a Reply