মোঃ জুয়েল রানা, তিতাসঃ
কুমিল্লার তিতাস উপজেলা পরিষদ, প্রশাসন ও থানার উদ্যোগে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) উপজেলা মাঠে বসন্ত বরণ ও পিঠা উৎসবের আয়োজন করা হয়।
এ উৎসবে গ্রামীণ এতিহ্যবাহী পুলি, মালপা,চিতল পিঠা,পাটিসাপটা,পায়েসের বিভিন্ন ধরনের পিঠার স্টল বসে। বিভিন্ন হাই স্কুল ও প্রাইমারি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা এসব পিঠা বানিয়ে স্টলে সাজায়।
দিনব্যাপী এ উৎসবে উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মোসম্মৎ রাশেদা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা-২ সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, তিতাস থানার অফিসার ইনচার্জ সৈয়দ আহসানুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী প্রমূখ।
এছাড়াও এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ শিক্ষক, শিক্ষার্থী। পরে উৎসব চলাকালে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা নাচ গানে অংশ নেয়।
Leave a Reply