(মোঃ জুয়েল রানা, তিতাস)
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে কুমিল্লার তিতাসে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (১৭ মার্চ) মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত মিলাদ মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২ (তিতাস-হোমনা) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী। আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শওকত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকার ও ভাইস চেয়ারম্যান ফরহাদ আহম্মেদ ফকির।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মহসিন ভূইয়ার পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ রাশেদা আক্তার,আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শেখ ফরিদ প্রধান, মো. নাছির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন, অফিসার ইনচার্জ সৈয়দ আহসানুল ইসলাম, মজিদপুর ইউপি চেয়ারম্যান মো. ফারুক মিয়া সরকার, বলরামপুর ইউপি চেয়ারম্যান মো. নুর নবী, সাতানী ইউপি চেয়ারম্যান সামসুল হক সরকার, জগতপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমানসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা ও মিলাদ মাহফিল শেষে কেক কেটে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্ম শতবাষিকী উদযাপন করেন।
Leave a Reply