(মোঃ জুয়েল রানা, তিতাস)
কুমিল্লার তিতাস উপজেলার জিনিয়াস স্কুল এন্ড কলেজের উদ্যোগে করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে কর্মহীন অসহায় দরিদ্র ৫৫ টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১১ টার দিকে উপজেলার কড়িকান্দি ইউনিয়নের ইউসুফপুর ও নলচরগ্রামের অসহায় পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
জিনিয়াস ক্যাডেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কড়িকান্দি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মহসীন ভূঁইয়া অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, কড়িকান্দি সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ছাইদুর রহমান ভুইঁয়া, মোঃ রাসেল মেম্বার, ডাক্তার জাকিয়া আক্তার, মোহাম্মদ আবদুর রব সরকার, ডাক্তার সাজ্জাদ হোসেনসহ জিনিয়াস স্কুল এন্ড কলেজের শিক্ষক শিক্ষিকা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply