(মোঃ জুয়েল রানা, তিতাস)
কুমিল্লার তিতাস উপজেলার গাজীপুর ক্যাডেট স্কুল এন্ড কলেজ থেকে চলতি বছরের পিইসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় মিলাদ মাহফিল ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৬ নভেম্বর) সকাল ১১ টায় স্কুল প্রাঙ্গনে এ মিলাদ মাহফিল ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক কাজী কবির হোসেন সেন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহম্মেদ ফকির।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর খান মডেল সরকারি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আঃ বাতেন, সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমান রবিন, গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম, বাতাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন ও আবুল কালাম আজাদ প্রমূখ।
গাজীপুর ক্যাডেট স্কুল এন্ড কলেজে এর সিনিয়র শিক্ষক মোঃ নজরুল ইসলামের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম, সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষক-শিক্ষার্থী।
Leave a Reply