মোঃ জুয়েল রানা, তিতাসঃ
দেশে প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে ও সচেতনতা লক্ষ্যে কুমিল্লা তিতাস উপজেলার সেচ্ছাসেবী সংগঠন এসফা, আপনজন ও আলোর বাহন মাইকিং, লিফলেট ও মাস্ক বিতরণ করেছেন।
শনিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার মোসা. রাশেদা আক্তার উপজেলা চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধনের পর ৩টি সংগঠনের প্রায় ৬০জন সদস্য ৮টি গ্রুপে বিভক্ত হয়ে উপজেলার কড়িকান্দি বাজার, বাতাকান্দি বাজার, লালপুর বাজার, গোপালপুর বাজার, গাজীপুর বাস স্টেশন, মজিদপুর বাজার, জগতপুর বাজার, ভূঁইয়ার বাজার, চরকুমারীয়া বাজার, মাছিমপুর বাজার, কলাকান্দি বাজার, দুলারামপুর বাজার ও আসমানিয়া বাজারে এ কার্যক্রম পরিচালনা করেন। এসময় তারা নিজস্ব কর্মীর মাধ্যমে বিভিন্ন স্থানে জীবাণুাশক ঔষুধ স্প্রে করেন।
এদিকে দিনব্যাপি কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, এসফা, আপনজন ও আলোর বাহন সংগঠনের প্রতিষ্ঠাতা নাজিরুল ইসলাম মামুন, এসফা’র সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক ইকরাম সরকার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ অলি, আপনজনের সভাপতি ডা. মনিরা আক্তার, সাধারণ সম্পাদক মো. কাউছার আহমেদ, সাংগঠনিক সম্পাদক নাহিদ আহমেদ,আলোর বাহনের সভাপতি সিরাজুল ইসলাম সুপ্ত, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আল আমিন।
Leave a Reply