(মোঃ জুয়েল রানা, তিতাস)
“রক্তের যদি হয় প্রয়োজন, এগিয়ে যাবে আপজন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার তিতাস উপজেলায় স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন আপনজনের উদ্যোগে ১১তম ফ্রি মেডিকেল ক্যাম্প-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুলাই) সকাল ১০ ঘটিকায় উপজেলা মজিদপুর ইউনিয়নের মোহনপুর দাখিল মাদ্রাসা মাঠে এই মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মনিরা আক্তারের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক আবু কাউসারের সঞ্চালনায় প্রদান অতিথির বক্তব্য রাখেন, মজিদপুর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেন সরকার, বিষেশ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক ও মোহনপুর মাদ্রাসার সভাপতি মকবুল মাহমুদ প্রধান, মোহনপুর দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল রফিকুল ইসলাম, সাংবাদিক নাজমুল করিম ফারুক, শরিফ আহমেদ সুমন ও মোঃ মহসিন হাবিব প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক মেম্বার তোতা মিয়া, আবুল বাশার, শফিকুল ইসলামসহ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থ ও সংগঠনের সদস্যবৃন্দ।
ক্যাম্পটির সার্বিক তত্ত্বাবধান করেন সংগঠনের প্রতিষ্ঠাতা নাজিরুল ইসলাম মামুন।
Leave a Reply