মোঃ জুয়েল রানা, তিতাসঃ
‘আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’ এই প্রতিপাদ্যে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় কুমিল্লা তিতাসে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে হোমনা-গৌরিপুর প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
এসময় র্যালিতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মো.আব্দুর রব মিয়া’র সভাপতিত্বে অংশগ্রহণ করেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ রাশেদা আক্তার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রুবাইয়া খানম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন আনছারী, উপজেলা বিআরডিবি এর চেয়ারম্যান লিয়াকত মাষ্টার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি বলরামপুর ইউনিয়ন শাখার সভাপতি ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির- সাধারন সম্পাদক মো.কামাল হোসেন ভূঁইয়া, গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল হক সরকার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সদস্য মোঃ বিল্লাল হোসেন, ফজলুর রহমান শিকদার, মো.আনোয়ার হোসেন, মো.মোস্তাক আহমেদ, মো.রফিকুল ইসলাম, মো.তোফাজ্জল হোসেন, আব্দুর রহমান, মো.কুহিনুর, মো.গোলাম মোস্তফা, মো.আব্দুল আউয়াল, মো.মনির হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
র্যালীর পূর্বে বাংলাদেশ মডেল একাডেমি স্কুলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা দুর্নীতিকে না বলুন এবং দুর্নীত প্রতিরোধে সবাইকে সচেতন হয়ে কাজ করার আহ্বান জানান।
Leave a Reply