(মো. জাকির হোসেন, বুড়িচং)
রোববার কুমিল্লার বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ি পুলিশের অভিযানে কংশনগর বাজার গোমতী ব্রীজ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ কেজি গাঁ জাসহ ২ তরুনী মা দক ব্যবসায়ীকে আ টক করে।
দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ই ন্সপেক্ট র মোঃ সাজ্জাদ হোসেন জানান বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির এ.এস.আই. মোঃ নজরুল ইসলাম রোববার দুপুর পৌনে একটায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর বাজার এলাকার গোমতী ব্রিজ এলাকায় অভিযান চালায়।
এসময় গোমতি ব্রিজের উপর থেকে দুই তরুণী মা দক ব্যবসায়ীকে আ টক করে মহিলা পুলিশ সদস্য রেহানা আক্তারকে দিয়ে দেহ তল্লাশি করে বডি ফিটিং অবস্থায় ২ কেজি গাঁ জা উ দ্ধার করে।
আটককৃত মাদ ক ব্যবসায়ীরা হলো লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার সেফালিপাড়া চৌকিদারপাড়া গ্রামের জাকির হোসেনের লিজা আক্তার জাকিয়া (১৯), অপরজন হলো সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার জকিগঞ্জ ঈদগাহ গ্রামের মৃত রাজু মিয়ার মেয়ে জোবেদা আক্তার তানিয়া (১৮)।
রোববার বিকেলে এ ঘটনায় দুই তরুনী মাদ ক ব্যবসায়ীর বিরুদ্ধে মা দক আইনে মামলা দায়ের করা হয়।
Leave a Reply