( জাগো কুমিল্লা.কম)
৭৫ লাখ টাকা মূল্যের ২৮ হাজার ইয়াবাসহ পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) আটক করেছে র্যাব। ওই এসআই-এর নাম আবুল বাশার। শনিবার (১৮ আগস্ট) সকাল ৯টায় মিরসরাইয়ের বারৈয়ারহাট থেকে তাকে আটক করে র্যাব। আটক এসআই আবুল বাশার বাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশে কর্মরত রয়েছেন বলে জানা যায়। তিনি কুমিল্লার দেবিদ্বারের আবদুল হামিদের ছেলে।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. নুরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ফেনী ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিমের নেতৃত্বে র্যাবের একটি টিম মিরসরাইয়ের বারৈয়ারহাট এলাকা থেকে ইয়াবাসহ আবুল বাশার নামে পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) আটক করেছে। তার কাছ থেকে প্রায় ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিয়ে ফেনী ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান, বাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশে বর্তমানে কর্মরত এসআই আবুল বাশার চট্টগ্রাম থেকে ইয়াবাগুলো নিয়ে মোটরসাইকেলে করে ঢাকায় যাচ্ছিলেন। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, এর আগেও তিনি কক্সবাজার থেকে ১৯ হাজার পিস ইয়াবা ব্রাহ্মণবাড়িয়া নিয়ে গিয়েছিলেন।
Leave a Reply