অনলাইন ডেস্ক:
যেসব প্রবাসী শ্রমিক সৌদি আরব থেকে বাংলাদেশে ফিরেছেন এবং ২১ মার্চ সৌদিতে ফেরার কথা তাদের জন্য বিশেষ ফ্লাইটের টিকিট বিক্রি করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এদিকে সৌদি আরবের টিকিট বিতরণ কার্যক্রমের ৪র্থ দিন আজ রোববার (২৭ সেপ্টেম্বর)। গত ক’দিনের মতো ভোর থেকেই রাজধানীর কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্স কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন প্রবাসীরা।
সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের টিকিটের জন্য টোকেনের আশায় ভিড় করছেন সহস্রাধিক প্রবাসী। রোববার সকাল থেকেই রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের গেটে অবস্থান করছেন তারা। আজ ১৪০১ থেকে ১৯০০ সিরিয়ালের টোকেনধারীদের টিকিট দেয়া হবে। এই সিদ্ধান্ত আগেভাগে জানানো হলেও আরও অনেকেই জড়ো হয়েছেন সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে। টিকিট প্রত্যাশীদের অভিযোগ, বার বার নির্দেশনা পরিবর্তন করায় ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। টোকেন অনুযায়ী নয়, ভিসার মেয়াদ অনুযায়ী টিকিট দিলে ভোগান্তি অনেকটাই লাঘব হতো বলে মত প্রবাসীদের। টোকেন কালোবাজারির অভিযোগও করছেন অনেকে।
সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী চার অক্টোবর থেকে দেয়া হবে নতুন টোকেন। এদিকে, আজ থেকে ভিসা নবায়ন কার্যক্রম শুরু করবে সৌদি দূতাবাস। যদিও শনিবার সৌদি এয়ারলাইন্স ঘোষণা দিয়েছিল আগামী ৪ অক্টোবরের আগে নতুন কোনো টোকেন দেয়া হবে না। ফ্লাইট বাতিলের তারিখ ধরে পরবর্তী টোকেন দেয়া হবে বলেও জানায় সংস্থাটি। একই নিয়মে ফ্লাইট বাতিলের তারিখ ধরে পর্যায়ক্রমে সৌদি আরবের টিকিট রি-ইস্যু করছে এয়ারলাইন্সটি। কিন্তু তারপরও বহু প্রবাসী বাংলাদেশী রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এয়ারলাইন্সের কার্যালয়ে ভিড় করছেন। টোকেন-টিকিট নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন।
Leave a Reply