অনলাইন ডেস্ক:
মেসি এবং রোজোর গোলে বিশ্বকাপের নক-আউট পর্বে পৌঁছেছে আর্জেন্টিনা৷ গ্রুপের শেষে ম্যাচে নাইজেরিয়াকে ২-১ হারিয়ে বিশ্বকাপে কামব্যাক করেছে মেসিরা৷ নাইজেরিয়ার সঙ্গে ম্যাচটিতে প্রথমার্ধের ১৪ মিনিটে গোলের মুখ দেখেন মেসি৷খেলা শেষে চোখ মুছতে মুছতে মাঠ ছাড়ার আগে বলে গেলেন, তার বিশ্বাস ছিল সৃষ্টিকর্তা তাকে হতাশ করবেন না।
মেসি বলেন, ‘আমি জানতাম ঈশ্বর আমাদের সঙ্গে আছেন, আর তিনি আমাদের ছেড়ে যাবেন না। এই ম্যাচটি জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী ছিলাম। এভাবে জেতাটা দারুণ ব্যাপার। জয়টা আমাদের প্রাপ্য ছিল।’
সমর্থকদের ধন্যবাদ জানিয়ে ম্যাচ শেষে মেসি বলেন, ‘যারা এখানে এবং দেশে আছেন, সবাইকে ধন্যবাদ জানাই। জাতীয় দলের জার্সিটাই সবার উপরে।’
এদিকে অন্য ম্যাচে আইসল্যান্ডকে ১-২ গোলে হারিয়ে ক্রোয়েশিয়া ‘ডি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েছে। তারা খেলবে ‘সি’ গ্রুপের রানার্সআপ ডেনমার্কের বিপক্ষে। মেসিরা খেলবে ওই গ্রুপের চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে।
জাগো কুমিল্লা.কম /২৭ জুন, ২০১৮/ সিইউ১০
Leave a Reply