(মোঃ জুয়েল রানা, তিতাস)
কুমিল্লা তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ নুর নবী শিক্ষার মানোন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ জেলার শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী সমাজকর্মী নির্বাচিত হওয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সংবর্ধনা দেয়া হয়েছে।
রবিবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলা হল রুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ রাশেদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শওকত আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, মহিলা ভাইস-চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন, সাতানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক সরকার প্রমূখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ওমর ফারুক সরকার, উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মান্নান ভূঁইয়া, বাতাকান্দি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ বাবুল ভূঁইয়া, উপজেলা যুবলীগ নেতা মোঃ মোফাজ্জল হোসেন সুমন, ডালিম মুন্সী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন সাদ্দাম, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী মোঃবিল্লাল হোসেন, বলরামপুর ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য মোসাম্মৎ শিখা আক্তার, মোঃ রেনু মিয়া মেম্বার, আনিসুর রহমান মেম্বার, রাজা মালেক মেম্বার মোহাম্মদ সাদেক মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে নির্বাচিত বিদ্যুৎসাহী পক্ষ থেকে উপস্থিত সকলে মিষ্টি মুখ করানো হয়।
Leave a Reply