অনলাইন ডেস্ক:
ইন্ডিয়ান এক্সপ্রেসকে ড. কামাল: ‘জামায়াত নেতাদের বিএনপির মনোনয়ন দেয়া হবে এটা আগে জানলে আমি ঐক্যফ্রন্টে যোগ দিতাম না।’
জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান ডক্টর কামাল হোসেন আক্ষেপ করে বলেছেন, জামায়াত নেতাদের মনোনয়ন দেয়া হবে জানলে ঐক্যফ্রন্টে যোগ দিতেন না তিনি। ভারতীয় সংবাদপত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন কামাল। বাংলাদেশের রাজনীতিতে পরিবারতন্ত্রের বিরুদ্ধেও কথা বলেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ।
রাজনীতির বাস্তবতায় হতাশা প্রকাশ করে ড. কামাল বলেন, ‘দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, জামাতের সাবেক নেতাদের মনোনয়ন দেয়া ছিলো বোকামি। আমি লিখিতভাবে বলেছিলাম, জামায়াতের জন্য কোন সমর্থন নেই, ধর্মের নামে রাজনীতির কোন জায়গা নেই, মৌলবাদ, উগ্রপন্থারও কোন স্থান নেই।’
‘জামায়াত নেতাদের বিএনপির মনোনয়ন দেয়া হবে এটা আগে জানলে আমি ঐক্যফ্রন্টে যোগ দিতাম না। তাদের সঙ্গে আমি একদিনও থাকবো না যদি এসব লোক ভবিষ্যৎ সরকারে কোন পদে আসীন হয়।’ বলেন কামাল।
ভারতের সঙ্গে বিএনপির খারাপ সম্পর্কের বিষয়ে আন্তর্জাতিক খ্যাতিমান এই আইনজ্ঞ বলেন, ‘ভারতে সফরের সময় খালেদা জিয়া বলেছেন, ভারতের সঙ্গে অতীত কর্মকাণ্ড ভুল ছিলো। তিনি বলেছেন শুধরে নেবেন। তিনি এরইমধ্যে শুধরানো শুরু করেছেন।’
দক্ষিণ এশিয়ার পরিবারতান্ত্রিক রাজনীতি নিয়ে কামাল হোসেন বলেন, ‘কেন আমরা বংশ পরম্পরায় শাসিত হবো। অথচ বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও শ্রীলংকায় এটিই হচ্ছে।’
Leave a Reply